Monday 09 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইটওয়াশ থেকে বাঁচতে আইরিশদের ১২৪ রানের টার্গেট বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪ ১১:৩৪ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪

আইরিশদের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ পরাজয় নিশ্চিত হয়েছে আগেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ নারী দলের লক্ষ্য হোয়াইটওয়াশ থেকে বাঁচা। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ ম্যাচের প্রথম ভাগেও সুবিধা করতে পারল না বাংলাদেশের মেয়েরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২৩ রান করেছেন জ্যোতিরা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার সোবহানা মোস্তারি ও মুরশিদা খাতুন। উদ্বোধনী জুটিতে ৪ ওভারের মাঝেই ওঠে ৩৪ রান। ১২ রান করা মুরশিদাকে প্রেন্ডারগ্রাস্ট ফেরালে ভাঙে জুটি। এরপর শারমিন আক্তারকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তুলেছিলেন মোস্তারি। এই জুটি ৭১ রান তুললে বড় স্কোরের আভাস পাচ্ছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

মোস্তারি-শারমিন জুটির সুবাদে দলের স্কোর ১০০ পেরোয় ১৩ ওভারের মাঝে। দারুণ এই জুটি ভাঙে শারমিন ফিরলে। ৪ চারে সাজানো ইনিংসে ৩৩ বলে ৩৪ রান করা শারমিন ফিরলে শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। ৬ চারে সাজানো ইনিংসে ৪৩ বলে ৪৫ রান করা মোস্তারি ফেরার পর আর কেউই দাঁড়াতে পারেননি। মোস্তারিই বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ স্কোরার।

বাংলাদেশের মিডল অর্ডার আজ পুরোপুরি ব্যর্থ। টপ অর্ডারের তিন ব্যাটার বাদে অংক ছুঁতে পারেননি কেউই। নিয়মিত উইকেট হারানোর কারণে বাংলাদেশের ইনিংসটাও তাই খুব বড় হতে পারেনি। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে বাংলাদেশ।

২২ রানে ৪ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার প্রেন্ডারগ্রাস্ট।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর