শ্বাসরুদ্ধকর হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ
৯ ডিসেম্বর ২০২৪ ১৩:১৩ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪
ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলেন তারা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওপর সেই ‘শোধটা’ টি-২০ সিরিজেই নিলেন আইরিশ নারীরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-২০ সিরিজের ৩য় ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেই বাড়ি ফিরছেন তারা।
বাংলাদেশের দেওয়া ১২৪ রানের টার্গেটে ব্যাটিং নেমে দুর্দান্ত সূচনা পায় আইরিশরা। আগ্রাসী ব্যাটিংয়ে দুই আইরিশ ওপেনার হান্টার ও লুইস দলের স্কোর ৫০ পার করেছেন ৭ ওভারের মাঝেই। ৫৫ রানের এই জুটি দলকে সহজ জয়ের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছিল।
৮ম ওভারে এই জুটি ভাঙ্গেন জান্নাতুল ফেরদৌস। ২৮ রান করা হান্টারকে ফেরালে স্বস্তি পায় বাংলাদেশ। হান্টার ফেরার পরেই খানিকটা খেই হারিয়ে ফেলেন আইরিশরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অল্প লক্ষ্যকেই বিশাল বানিয়ে ফেলেছেন সফরকারী ব্যাটাররা। ৭০ রানে ৪ উইকেট হারানো আইরিশদের হয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন রেবেকা স্টকেল। তবে তাকেও ১৯ রানে ফিরিয়ে বাংলাদেশের জয়ের আশা আরও উজ্জ্বল করেছেন নাহিদা।
ম্যাচের শেষপ্রান্তে আটোসাটো বোলিংয়ে আয়ারল্যান্ডকে চেপে ধরে বাংলাদেশ। নাহিদার দুর্দান্ত বোলিংয়ে ১৯তম ওভারের শেষে গিয়ে বাংলাদেশের জয় অনেকটাই সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল। শেষ ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ১৫ রান। শেষ ওভারে স্বর্ণা আক্তারকে টানা ৩টি চার মেরে দুর্দান্ত এক জয় তুলে নেন লরা ডেনালি। ৩১ বলে ৩৬ রানে অপরাজিত থেকে তিনিই আইরিশদের জয়ের নায়ক।
এদিকে দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার সোবহানা মোস্তারি ও মুরশিদা খাতুন। উদ্বোধনী জুটিতে ৪ ওভারের মাঝেই ওঠে ৩৪ রান। ১২ রান করা মুরশিদাকে প্রেন্ডারগ্রাস্ট ফেরালে ভাঙে জুটি। এরপর শারমিন আক্তারকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তুলেছিলেন মোস্তারি। এই জুটি ৭১ রান তুললে বড় স্কোরের আভাস পাচ্ছিল বাংলাদেশ।
মোস্তারি-শারমিন জুটির সুবাদে দলের স্কোর ১০০ পেরোয় ১৩ ওভারের মাঝে। দারুণ এই জুটি ভাঙে শারমিন ফিরলে। ৪ চারে সাজানো ইনিংসে ৩৩ বলে ৩৪ রান করা শারমিন ফিরলে শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। ৬ চারে সাজানো ইনিংসে ৪৩ বলে ৪৫ রান করা মোস্তারি ফেরার পর আর কেউই দাঁড়াতে পারেননি। মোস্তারিই বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ স্কোরার।
বাংলাদেশের মিডল অর্ডার আজ পুরোপুরি ব্যর্থ। টপ অর্ডারের তিন ব্যাটার বাদে অংক ছুঁতে পারেননি কেউই। নিয়মিত উইকেট হারানোর কারণে বাংলাদেশের ইনিংসটাও তাই খুব বড় হতে পারেনি। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান তোলে বাংলাদেশ।
সারাবাংলা/এফএম