সিরিয়ার গোলান মালভূমি দখলে নিয়েছে ইসরাইল
৯ ডিসেম্বর ২০২৪ ১২:০৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৩:১৫
সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোর সশস্ত্র অভিযানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পরপরই সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বড় অংশ দখল করেছে ইসরাইল। এখানে অবস্থিত পাঁচটি গ্রামের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী।
রোববার (৮ ডিসেম্বর) এলাকাটি দখলের পর ইসরাইলি সামরিক বাহিনী সিরিয়ার ওপানিয়া, কুনেইত্রা, আল-হামিদিয়া, সামদানিয়া আল-ঘারবিয়া এবং আল-কাহতানিয়া গ্রামের বাসিন্দাদের উদ্দেশে একটি সতর্কবার্তা দিয়েছে।
কর্নেল আবিচাই আদ্রেয়ি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেছেন, ‘আপনাদের এলাকায় সংঘাতের কারণে আমরা পদক্ষেপ নিচ্ছি। তবে আপনাদের ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই।’
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, গোলান মালভূমির বাফার জোনে প্রবেশ করেছে তাদের বাহিনী। ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী অঞ্চলটিতে এই বাফার জোন ঘোষণা করা হয়েছিল।
নেতানিয়াহু বলেন, ‘পুরোনো ওই চুক্তি কার্যত ধ্বংস হয়ে গেছে। সিরীয় সেনারা তাদের অবস্থান ছেড়ে চলে যাওয়ায় আমরা বাধ্য হয়েছি এমন পদক্ষেপ নিতে। আমাদের সীমানায় কোনো শত্রু শক্তির উপস্থিতি আমরা সহ্য করব না।’
উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল গোলান মালভূমির একটি অংশ দখল করে এবং পরে তা সংযুক্ত করে নেয়। যুক্তরাষ্ট্র ছাড়া বাকি বিশ্ব এটিকে অবৈধ দখলকৃত ভূমি হিসেবেই বিবেচনা করে।
এদিকে, গোলান মালভূমির দখল হওয়া কিছু অংশের কৃষি এলাকাগুলো সামরিক অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে এবং কিছু স্কুল অনলাইনে পাঠদানের ব্যবস্থা করেছে।
সারাবাংলা/এসডব্লিউ