Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদারের মৃত্যু, তথ্য উপদেষ্টার শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৩:১০ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪

প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদার আর নেই

ঢাকা: প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সোমবার (৮ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নাহিদ ইসলাম বলেন, সাংবাদিক এরশাদ মজুমদার এ দেশের সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। সাংবাদিকতার পাশাপাশি তিনি বেশ কয়েকটি গ্রন্থও লিখেছেন। তার মৃত্যু সাংবাদিক জগতে অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, সাংবাদিক এরশাদ মজুমদার রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

উপদেষ্টা নাহিদ ইসলাম মৃত্যু সাংবাদিক এরশাদ মজুমদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর