এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে ভারত
৯ ডিসেম্বর ২০২৪ ১৪:১৯
২০২৭ সালে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের পরবর্তী আসর। টুর্নামেন্টকে সামনে রেখে আগামী বছরে হবে তৃতীয় রাউন্ডের বাছাইপর্ব। সেই বাছাইপর্বেই দেখা হয়ে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের। আজ বাছাইপর্বের ড্রয়ের পর ‘সি’ গ্রুপে পড়েছে দুই দলই।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়ে গেল এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র। তৃতীয় পর্বের বাছাইপর্বের ড্রয়ে পট-৪ এ ছিল বাংলাদেশ। ড্রয়ে বাংলাদেশের জায়গা হয় গ্রুপ ‘সি’তে। বাংলাদেশের সাথে একই গ্রুপে জায়গা করে নিয়েছে ভারত, হংকং ও সিঙ্গাপুর।
সি গ্রুপে র্যাংকিংয়ের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের র্যাংকিং ১৮৫। ১৩৭তম র্যাংকিং নিয়ে শীর্ষে আছে ভারত। হংকং আছে ১৫৬তম ও সিঙ্গাপুর আছে ১৬১ তম অবস্থানে। এই গ্রুপের মাঝে ভারত ও হংকং ২০২৩ সালের এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিল। দুই দলই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল।
ভারতের সাথে সবশেষ দেখায় তাদের রুখে দিয়েছিল বাংলাদেশ। ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের সাথে ১-১ গোলে ড্র করেছিলেন জামাল ভুঁইয়ারা।
বাছাইপর্বে ২৪ দল ৬ গ্রুপে ভাগ হয়ে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে। আগামী মার্চে শুরু হবে বাছাইপর্বের তৃতীয় রাউন্ড।
বাছাইপর্বের গ্রুপ–
গ্রুপ-এ: তাজিকিস্তান, ফিলিপিন্স, মালদ্বীপ, তিমুর লেসতে।
গ্রুপ-বি: লেবানন, ইয়েমেন, ভুটান, ব্রুনাই দারুসসালাম।
গ্রুপ-সি: হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ, ভারত।
গ্রুপ-ই: সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান।
গ্রুপ-এফ: ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, লাওস।
সারাবাংলা/এফএম