Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৫:০৯ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৪

মৃত শিশু ইব্রাহিম খলিলুল্লাহ (৭)

সুনামগঞ্জ: জেলার দোয়ারাবাজারে নিখোঁজের ৩ দিন পর পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মাইন উদ্দিনের নির্মাণাধীন পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু ইব্রাহীম খলিলুল্লাহ কুশিউড়া গ্রামের ইদ্রিস আলী ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে শিশু ইব্রাহিম খেলার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। তারপর সন্ধ্যা পেরিয়ে রাত হলে তার কোনোও খোঁজ পাওয়া যায়নি।

পরে পরিবারের পক্ষ থেকে রোববার (৮ ডিসেম্বর) দোয়ারাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় (ডায়েরি নং ৩৪৩ তারিখ :৮/১২/২০২৪)। কিন্তু সোমবার সকালে গ্রামের শিশুরা বাড়ির উঠানে খেলাধুলা করার সময় এক পর্যায়ে তাদের বল পরিত্যক্ত ঘরের ভেতরে চলে গেলে তারা ওই বল আনতে গিয়ে নিখোঁজ ইব্রাহিমের মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল হক বলেন, গত শনিবারে নিখোঁজ হয় ইব্রাহিম নামের একটি শিশু। আজকে সকালে শিশুটির বাসার পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

 

সারাবাংলা/এসডব্লিউ

নিখোঁজ শিশুর মরদেহ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

নরসিংদী মুক্ত দিবস আজ
১২ ডিসেম্বর ২০২৪ ১১:২৮

আরো

সম্পর্কিত খবর