নাটোর: জেলার বাগাতিপাড়ায় সদর ইউনিয়নের ইয়াছিনপুর ২২৫ নং রেল ব্রিজের নিচে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে আছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ওই স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধারে কাজ শুরু করে।
ব্রিজের ওপর থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা।
মরদেহটির পরনে রয়েছে সাদা চেকের লুঙ্গি আর গায়ে আছে সাদা রঙের দাগকাটা টি-শার্ট। সঙ্গে রয়েছে সাদা রঙ্গের পোটলা ও দুটি কম্বল।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল হক বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারে কাজ শুরু করেছি। এছাড়া পিবিআই টিম আসলে নিহতের পরিচয় শনাক্তে কাজ করা হবে।’