Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৬:০০

বান্দরবান: ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান মহিলা বিষয়ক অধিদফতরের উপ পরিচালক সুপন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম।

এসময় সদর উপজেলা র্নিবাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা, মানবাধিকারকর্মী ডনাই প্রু নেলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম বেগম রোকেয়ার বর্ণাঢ্য জীবনী আলোকপাত করেন।

তিনি বলেন, নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া বাংলা সাহিত্যের একজন নারীবাদী লেখিকা। তিনি শৈশবের সামান্য প্রাথমিক শিক্ষা ছাড়া কোনো আনুষ্ঠানিক শিক্ষা পাননি, স্বামীর অনুপ্রেরণায় তিনি সাহিত্যচর্চা শুরু করেন।

তিনি আরও বলেন, বেগম রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেন সেসময় ইংরেজি শিক্ষা তো বহুদুরের কথা মেয়েদের শিক্ষা গ্রহণই ছিলো নিষেধ। মেয়েদের কাজ ছিলো সন্তান জন্মদান, লালন পালন ও গৃহ কাজকর্মের মধ্যে সীমাবদ্ধ, এমনকি নিজ পরিবারেও মতামত প্রকাশ করা ছিলো কঠিন কাজ। বাইরের জগতে বের হওয়ার সুযোগও ছিলো খুব কম। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবিষ্কার করলেন বাইরের পৃথিবীটা তার জন্য নয়। সেটা শুধুই পুরুষদের দখলে। তাকে ঘরেই আরবি ও উর্দু শিক্ষা দেয়া হলো, তবে জ্ঞানের নেশা পেয়ে বসায় তাকে থামানো যায়নি। ঘরের আবদ্ধ থেকে বের হয়ে কুসংস্কার আচ্ছন্ন নারী সমাজ রোকেয়ার হাত ধরেই আজ বিশ্বের বুকে পুরুষের সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছেন, রাখছেন সফলতার চিহ্ন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বান্দরবান রোকেয়া দিবস উদযাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর