রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে পোশাক শ্রমিকের মৃত্যু
৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৭
ঢাকা: রাজধানীর জিগতলায় একটি পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার হোসেন শেখ (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে আরও একজন আহত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জিগাতলা কাঁচাবাজারের পাশে স্পোর্টস ভাইভ নামে এক কারখানায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৩টার দিকে মোক্তারকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত আনোয়ার হোসেনের সহকর্মী মো. মমিন জানান, তারা জিগাতলার একটি পোশাক কারখানায় লেবারের কাজ করেন। ঘটনার সময় আনোয়ার ও মোক্তার ভবনের তিন তলার জানালা দিয়ে একটি স্টিলের পাইপ নিচেরর দিকে নামাচ্ছিলেন। তখন পাইপটি বাইরে বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ হয়ে দুই জন গুরুতর আহত হন।
মৃত মোক্তার হোসেনের আত্মীয় নজরুল ইসলাম বলেন, তাদের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুর গ্রামে। তার বাবার নাম মৃত আতাই শেখ। বর্তমানে এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল এলাকায় একটা মেসে থাকতেন। তিনি লেবারের কাজ করতেন। জানতে পেরেছি পোশাক কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পরে হাসপাতালে এসে মোক্তারের মরদেহ দেখতে পাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ