Wednesday 18 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিক্রম মিশ্রির বৈঠক

স্পেশাল করসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৮:০৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

ঢাকা: পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শেষে বিকেল ৩টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিশ্রি।

তবে বৈঠকের বিস্তারিত এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন আলোচনার অধিকাংশ সময় ছিল বাণিজ্য আর কূটনৈতিক নানা বিষয় নিয়ে।

বিজ্ঞাপন

এর আগে সংক্ষিপ্ত সফরে আজ সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন। আর পররাষ্ট্র সচিব হওয়ার মিশ্রির প্রথম ঢাকা সফরও এটি।

এদিন, ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে যোগ দিতে ঢাকায় পৌঁছান বিক্রম মিশ্রি। হজরত শাহ জালাল আন্তজার্তিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান। এরপর বৈঠকের আগে ভারতের পররাষ্ট্র সচিব পদ্মায় প্রবেশ করলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। পরে একান্তে কিছুসময় আলাপ-আলোচনা করার কথা জসীম-মিশ্রির। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ। ওই বৈঠক ও মধ্যাহ্ন ভোজ শেষে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

পরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় যাবেন ভারতের পররাষ্ট্র সচিব।

আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/জেআ/এইচআই

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বৈঠক ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর