Monday 09 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে কে কোন অবস্থানে

স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪ ১৭:২৪ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৯:০২

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই প্রতিপক্ষের নাম চূড়ান্ত হতে আর খুব বেশি ম্যাচ বাকি নেই। গত দুইদিনে শেষ হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ। অ্যাডিলেডে ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া, বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ড, সেন্ট জর্জ পার্কে শ্রীলংকাকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০৯ রানের জয়ে প্রোটিয়ারা টেস্ট চাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে। আজকের জয়ে অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

অ্যাডিলেডে ভারতকে ১০ উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছিল অস্ট্রেলিয়া। তবে সেটা স্থায়ী হয়নি দুইদিনও। আজ সেন্ট জর্জ পার্কে শ্রীলংকার বিপক্ষে ১০৯ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। এই সিরিজ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। ১০ ম্যাচ ৭৬ পয়েন্ট ও ৬৩.৩৩ জয়ের শতকরা হার নিয়ে শীর্ষে উঠে এল প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

১৪ ম্যাচ খেলে ১০২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে অজিরা। পয়েন্টে এগিয়ে থাকলেও জয়ের শতকরা হারে দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে আছেন তারা। ৬০.৭১ শতকরা জয়ের হার নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ১৬ ম্যাচ খেলে ১১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ভারত। ৫৭.২৯ শতকরা জয়ের হার নিয়ে ভারতের ফাইনালে খেলা এখন বেশ কঠিনই হয়ে পড়েছে।

১১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শ্রীলংকা। তাদের শতকরা জয়ের হার ৪৫.৪৫। ২১ ম্যাচে ১১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইংল্যান্ড। তাদের শতকরা জয়ের হার ৪৫.২৪। এই দুই দলেরই ফাইনালের ওঠার সম্ভাবনা শুধু কাগজে কলমেই বেঁচে আছে।

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ দক্ষিণ আফ্রিকা ফাইনাল ভারত

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় মাদক কারবারি আটক
৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬

আরো

সম্পর্কিত খবর