Monday 09 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৮ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৭:১৮ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৯:০২

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৮ টাকা

ঢাকা: ভোজ্যতেলের বাজারে অস্থিরতার মধ্যেই বাড়ানো হয়েছে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম। দুই ধরণের সয়াবিন তেলেই লিটারে দাম বেড়েছে ৮ টাকা।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকায়। আগে বোতলজাত তেল ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকায় বিক্রি হতো।

বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন বলেন, ‘বেশ কিছুদিন ধরে বাজারে তেলের ঘাটতি রয়েছে, এ নিয়ে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন, ভোক্তারাও অস্বস্তিতে রয়েছেন। সেজন্য আমরা তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছি। নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আশা করি বাজারে আর তেলের ঘাটতি হবে না।’

তিনি বলেন, ‘গত এপ্রিলে ১৬৭ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল। এরপর এখন পর্যন্ত বিশ্ববাজারে দাম অনেকটাই বেড়েছে। যে কারণে দেশে স্থানীয় মজুতদারি বেড়েছে। তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। অনেকে কিনে মজুত করেছে। ভোক্তা অধিদফতরের মাধ্যমে আমরা সেটা মনিটরিং করছি। কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে এখন একটি যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছি। আর সমস্যা হবে না।’

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই বাজারে সয়াবিন তেলের ঘাটতি দেখা দেয়। রাজধানীর বেশ কিছু বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর বেশ কিছু এলাকা থেকে সয়াবিন তেল হাওয়া হয়ে যেতে শুরু করে। অনেকেই বাড়তি দামেও সয়াবিন তেল কিনতে থাকেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইএইচটি/এসডব্লিউ

মূল্য বৃদ্ধি সয়াবিন তেল

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় মাদক কারবারি আটক
৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬

আরো

সম্পর্কিত খবর