চুয়াডাঙ্গায় বিদেশি মদ-ফেনসিডিলসহ আটক ১
৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৩০ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৩২
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিদেশি মদ-ফেন্সিডিলসহ তরিকুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারীকে আটক করা হয় ।
চিহ্নিত মাদক কারবারী তরিকুল ইসলামকে তার বাড়ী থেকে আটক করে তার হেফাজতে থাকা ৪ বোতল বিদেশি মদ ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারী ওই এলাকার আহসান হাবীবের ছেলে।
জানা গেছে, ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার জাহিদুল আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক মাদক কারবারী তরিকুলকে আটকের পর উদ্ধার হওয়া মাদকসহ তার বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
সারাবাংলা/এসডব্লিউ