Monday 09 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ট্রাকচাপায় প্রাইভেটকারের ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৯ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৯:০২

নওগাঁ: নওগাঁর মান্দায় ড্রাম ট্রাকচাপায় প্রাইভেটকারের যাত্রী আলভী রাব্বানী জিহান (৩২) ও আহমেদ সাগর (২৭) নামে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাহাপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আলভী রাব্বানী জিহান জেলার সাপাহার উপজেলার চৌধুরীপাড়া এলাকার এনামুল হকের ছেলে ও আহমেদ সাগর একই এলাকার আ. জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিল। পথে সাহাপুকুর নামক স্থানে পৌঁছলে দ্রুতগামী ড্রাম ট্রাকের চাপায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও দুইজন। একইসময় ওই ড্রামট্রাকটি একটি যাত্রীবাহীবাসকে চাপাদিয়ে পালিয়ে যায়। তবে বাসের কোনো যাত্রী হতাহত হননি।

সকাল থেকেই ঘন কুয়াশা আচ্ছন্ন থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা জানান।

মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসআর

ট্রাকচাপায় প্রাইভেটকার যাত্রী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় মাদক কারবারি আটক
৯ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৬

আরো

সম্পর্কিত খবর