Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে জাপা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৮:০৩ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৯:০১

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমশিনার সারাহ কুক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমশিনার সারাহ কুক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় র্পাটি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (৯ ডিসেম্বর) ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ব্রিটিশ হাই কমশিনারের বাসভবনে গেলে জাতীয় র্পাটি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান ব্রিটিশ হাই কমশিনার সারাহ কুক।

এ সময় তারা সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য অংশদারিত্ব বৃদ্ধি নিয়ে গুরুত্বর্পূণ আলোচনা হয়েছে।

জাতীয় র্পাটি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় র্পাটি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং পার্টি প্রেসিডিয়াম সদস্য ও পার্টি চেয়ারম্যানের আর্ন্তজাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।

সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ

জাতীয় পার্টি ব্রিটিশ হাই কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর