Monday 09 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইছে মৃদু শৈত্যপ্রবাহ
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৭ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ২১:৩০

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: উত্তরের সীমান্ত জনপদ পঞ্চগড়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রেকর্ড হচ্ছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, অনুভূত হচ্ছে হাড়কাঁপানো শীত। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তরের এই প্রান্তিক জনপদের মানুষদের।

সোমবার (৯ ডিসেম্বর) এই জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

এদিকে, আজও সকালে ঝলমলে রোদের দেখা মিলেছে। তবুও কনকনে শীত অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে রিকশাভ্যানচালকসহ শ্রমজীবী মানুষরা। এতে করে কমে গেছে তাদের দৈনন্দিন রোজগার। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে।

এ সময় মানুষ বাইরেও বের হচ্ছে কম। বিভিন্ন গ্রামাঞ্চলে খড়কুটো জ্বালিয়ে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে নিম্নআয়ের মানুষগুলো কাজে বের হতে দেখা গেছে।

শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, ক্রনিক শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগ। এসেব রোগে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে বয়স্ক মানুষ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে ঠান্ডাজনিত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ শ্বাসকষ্ট, ডায়রিয়ায় ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে দিচ্ছেন বিভিন্ন পরামর্শ।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত জিতেন্দ্র রায় জানান, গতকালের চেয়ে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এ অঞ্চলে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ হচ্ছে। এলাকাটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত নামে আগে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর