Monday 09 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েটের ৫ শিক্ষক সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ২০:২৩ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ২০:২৭

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

খুলনা: অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতি পাওয়ার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পাঁচ শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাময়িক বরখাস্ত শিক্ষকরা হলেন— মানবিক ও ব্যবসায় বিভাগের অধ্যাপক মাসরুরা মোস্তফা, আইইএম বিভাগের অধ্যাপক সুব্রত তলাপাত্র, বিইসিএম বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকরামুল হক, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মন্ডল এবং মানবিক ও ব্যবসায় বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

বিজ্ঞাপন

সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে নিয়োগ এবং পদোন্নতি পাওয়ার অভিযোগ তদন্ত হয়েছে। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। পরে বৈঠকে তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। সোমবার শিক্ষকদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

সারাবাংলা/এইচআই

কুয়েট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর