Thursday 12 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ রাখতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ২০:৩৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ২২:৩১

মানিকগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগের কথা স্মরণ রাখতে হবে। তাদের কীর্তিকে অম্লান রাখার জন্য আমাদের সবাইকে নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানিকগঞ্জে শহিদ ও আহতদের পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সোমবার (৯ ডিসেম্বর) জেলার শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা গ্রামে শহিদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শহিদ পরিবারের কেউ যেন না খেয়ে থাকেন সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। তারেক রহমানের সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা সারা দেশের শহিদ ও আহতদের খোঁজ নিচ্ছি। তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজ খান রিতা। বক্তব্য দেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

এসময় শহিদ ও আহতদের পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়ত পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর