২ জেলা জজ ও ২ অতিরিক্ত জেলা জজকে বদলি
৯ ডিসেম্বর ২০২৪ ২০:৫২
ঢাকা: চার জন জেলা ও দায়রা জজকে বদলি করে আদেশ জারি করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-৩) থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম গোলজার রহমানের সই করা প্রজ্ঞাপনের ভাষ্য হলো, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের চার জন সদস্যকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।
প্রজ্ঞাপনে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান খানকে নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) পদে; নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. গোলাম সারোয়ারকে আাইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (জেলা জজ) পদে; আইন কমিশনের লেজিসলেটিভ ড্রাফটম্যান আবেদা সুলতানাকে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে এবং ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের সদস্য (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) লুবনা জাহানকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে।
এর মধ্যে মোহাম্মদ আসাদুজ্জামান খানকে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট, মো. গোলাম সারোয়ারকে দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ১ জানুয়ারি দায়িত্বভার অর্পণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। আর আবেদা সুলতানা ও লুবনা জাহানকে আগামী ১০ ডিসেম্বর দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/এইচআই