Monday 09 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করদাতা কোটি ছাড়ালেও ভ্যাটদাতা মাত্র ৫ লাখ

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ২১:২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন।

ঢাকা: দেশের ‘ব্যবসায়ীদের আস্থায় এনে’ কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ১৯৯১ সালে প্রথম ভ্যাট আইন করার পর ২০১২ সালে আবার নতুন করে আইন করা হয়েছে। তবে অংশীজনদের সঙ্গে আলোচনা না করে আইন করায় তা বাস্তবায়ন করা যায়নি। ফলে দেশ করদাতা কোটি ছাড়ালেও ভ্যাটদাতা মাত্র ৫ লাখ। এটি বাড়াতে আমাদের কাজ করতে হবে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস পালন করা হবে। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর পালিত হবে ভ্যাট সপ্তাহ। এবারের ভ্যাট দিবসের প্রতিপাদ্য ‘ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে’। ভ্যাট সিস্টেমকে সামগ্রিকভাবে অনলাইন ভিত্তিক করে ঘরে বসে সকল ভ্যাট সেবা প্রদানের জন্য একটি রোবাস্ট ভ্যাট সিস্টেম নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন-মঙ্গলবার ভ্যাট দিবস, পালন হবে ভ্যাট সপ্তাহ

‘ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করেই সব ঠিক করা হবে’ উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা জোর করে কাউকে কিছু চাপিয়ে দিবো না। তবে আমাদের একটা নির্দিষ্ট রেটে ভ্যাট আদায় হলে ভালো হয়। এত লিকেজ অনেক কমে যাবে।’

করছাড়কে এক ধরণের বৈষম্য উল্লেখ করে আবদুর রহমান বলেন, ‘রাজস্ব আদায় বাড়াতে করছাড় কমানোর কোনো বিকল্প নেই। কাউকে কর ছাড় দেওয়া হলো, কাউকে দেওয়া হলো না। এটা একটা বৈষম্য। এখন পর্যন্ত এনবিআর যে করছাড় দিয়েছে সেটা জনস্বার্থেই দিয়েছে। করছাড় যৌক্তিকীকরণের কাজ আমরা শুরু করে দিয়েছি। কিছু এসআরও আমরা বাতিল করেছি। কিছু বাতিল করার প্রক্রিয়ায় রয়েছে।’

বিজ্ঞাপন

এনবিআর বেশ কিছু পণ্যে শুল্ক-কর ছাড় দেওয়ার পরও বাজারে কোনো প্রভাব দেখা যায়নি। এ বিষয়ে এনবিআর কি ভাবছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের উপর আমরা অব্যাহতি দিয়েছি। তবে এই ছাড়ের যে সুফল আমরা আশা করেছিলাম সেরকম সুফল সবজায়গা থেকে পাওয়া যায়নি। ডিম আমদানিতে ছাড় দেওয়ার পর তা প্রতি ডজন ১৮০ টাকা থেকে কমে ১৪০-১৫০ টাকায় নেমে এসেছে। চিনির ক্ষেত্রেও দাম কমেছে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘দীর্ঘদিন ডলারের দাম একজায়গায় আটকে রাখার পর হঠাৎ করে দাম বাড়ানোর ফলে বাজারে এর একটা প্রভাব পড়েছে। ‘দাম সহনীয় করতে সবাইকে সচেতন হতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, বাজারে অনিয়মের প্রতিবাদ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকারের পাশাপাশি জনগনকেও আওয়াজ তুলতে হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দেশে মোট ১ কোটি ১০ লাখ করদাতা সনাক্তকরণ নাম্বার থাকলেও ভ্যাটদাতার সংখ্যা মাত্র ৫ লাখ। ভ্যাট নেট সম্প্রসারণের জন্য ভ্যাট নিবন্ধন, দাখিলপত্র প্রদান ও ভ্যাট পরিশোধের পদ্ধতি সহজীকরণের পাশপাশি অংশীজনদের উৎসাহিত করা ও সকল পর্যায়ে অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

এনবিআর জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাটদাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর