Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে নারীর কান ছিঁড়ে সোনার দুল ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ২২:০১

ঢাকা: রাজধানীর গুলিস্তানে আলপনা কুন্ডু (৫০) নামে এক অটোরিকশা যাত্রীর কান ছিঁড়ে সোনার দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহত নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

আলপনা কুন্ডু ধানমন্ডি এলাকার বাসিন্দা অসীম কুন্ডুর স্ত্রী।

অসীম কুন্ডু জানান, সন্ধ্যায় স্ত্রী-সন্তানসহ অটোরিকশায় চড়ে সূত্রাপুর যাচ্ছিলেন। পথে গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশে পৌঁছলে চলন্ত রিকশার পেছন থেকে ছিনতাইকারী আলপনার ডান কানের দুল দিয়ে পালিয়ে যায়। এতে কান ছিঁড়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার ডান কানের লতি ছিঁড়ে গেছে। তাকে নাক, কান, গলা বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসএসআর/এসআর
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর
৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৫

আরো