Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭৬ জন, মৃত্যু আরও ২জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৪ ২২:০৫ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:২৮

প্রতীকী ছবি।

ঢাকা: সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত ৪৭৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও দুইজন।

এ নিয়ে দেশে চলতি বছরের ৭ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৭০৭ জন। এর মাঝে ৯৪ হাজার ৬২ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৩১ জন।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম।

এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ২৯২ জন ও নারী ১৮৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে মারা গেছেন একজন। এছাড়া ঢাকা বিভাগীয় এলাকায় (মহানগরীর বাইরে) হাসপাতালে একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫২৯ জন। এর মাঝে ৫১ দশমিক ৬ শতাংশ নারী ও ৪৮ দশমিক ৪ শতাংশ পুরুষ।

প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২০০ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ৯৫ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।

বিজ্ঞাপন

বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে সাত জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রংপুর বিভাগে চারজন, বরিশাল বিভাগে ৩৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় তিনজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ১১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/এসবি/এইচআই

ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর