সারজিসকে মুখ্য সংগঠক করে জাতীয় নাগরিক কমিটি পুনর্গঠন
৯ ডিসেম্বর ২০২৪ ২২:৩০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:২৮
ঢাকা: ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রাসারিত করার লক্ষ্যে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটি সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব হয়েছেন আকতার হোসেন। আর নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সারজিস আলম।
সোমবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে নাগরিক কমিটির ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তিতে কাঠামো পুনর্বিন্যাসের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে থাকছেন আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদ, মনিরা শারমিন, সারোয়ার তুষার, মানজুর-আল-মতিন, ডা. তাসনিম জারা, ড. আতিক মুজাহিদ ও আশরাফ উদ্দিন মাহদি।
কমিটিতে যুগ্ম-সদস্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন— আব্দুল্লাহ আল-আমিন, এস এম সাইফ মোস্তাফিজ, রাফে সালমান রিফাত, অনিক রায়, নাহিদা সারওয়ার চৌধুরী, অলিক মৃ, মাহবুব আলম ও ডা. মাহমুদা মিতু।
নাগরিক কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন সামান্তা শারমিন। সহমুখপাত্র হিসেবে রয়েছেন— সালেহ উদ্দিন সিফাত, মুশফিক উস সালেহীন, আরেফীন মোহাম্মদ হিজবুল্লাহ, তাহসীন রিয়াজ ও মোহাম্মদ মিরাজ মিয়া।
কমিটিতে মুখ্য সংগঠক পদে সারজিস আলমকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি যুগ্ম-মুখ্য সংগঠক হিসেবে রাখা হয়েছে মো. নিজাম উদ্দিন, আকরাম হুসাইন সিএফ, এস এম শাহরিয়ার ও মোহাম্মদ আতাউল্লাহকে।
এ ছাড়াও সংগঠকের তালিকায় রয়েছেন— মশিউর রহমান, ফয়সাল মাহমুদ শান্ত, হাসান আলী, সাগুফতা বুশরা মিশমা, মেসবাহ কামাল মুন্না, প্রীতম দাশ, মাজহারুল ইসলাম ফকির, তানজিল মাহমুদ, সাইফুল্লাহ হায়দার, নাঈম আহমাদ, আবু সাঈদ লিওন, সাকিব মাহদী, জোবায়রুল হাসান আরিফ ও আলী নাছের খান।
সারাবাংলা/ইউজে/এআইএন/পিটিএম