Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মংডুর পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তও আরাকান আর্মির নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪ ২২:৩৫ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:২৫

আরাকান আর্মি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। গত রোববার (৮ ডিসেম্বর) মংডু টাউনশিপ দখলে নিলে এ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে আসে।

আরাকান আর্মির তথ্য মতে, গত কয়েক মাস ধরে লড়াই করে রোববার তারা মংডু টাউনের বাইরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর ৫ নম্বর ব্যাটালিয়নের ঘাঁটি দখলে নিতে পেরেছে। সেখানে জান্তা বাহিনীর শেষ শক্ত ঘাঁটি ছিল এটি।

এর আগে, রোববার আরাকান আর্মি জানিয়েছিল, তারা জান্তা সরকারের অনুগত বাহিনী, তাদের সহযোগী আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর যোদ্ধাদের ওপর হামলা করেছে। তারা ওই ঘাঁটি ছেড়ে পালিয়েছে।

রাখাইন গোষ্ঠীর পরিচালিত গণমাধ্যম জানিয়েছে, মংডুর যুদ্ধ শেষে সোমবার আরাকান আর্মি, জান্তা বাহিনীর একজন পদস্থ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুনকে আটক করেছে। থুরিন ছিলেন রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর ১৫ নম্বর অপারেশন কমান্ডের অধিনায়ক। একইসঙ্গে জান্তার সেনা ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৮০ জন যোদ্ধাকে আটক করেছে বিদ্রোহীরা।

গত মে মাসে রাখাইনের দখল নিতে অভিযান শুরু করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। অর্থাৎ, প্রায় ছয় মাস লেগেছে তাদের মংডুর পতন ঘটাতে। ইরাবতির প্রতিবেদনে বলা হয়, সীমান্ত এলাকার তিনটি টাইনশিপ – মংডু, বুথিডং ও পালেতাওয়া দখলের নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। মংডু ও বুথিডং বরাবর বাংলাদেশের সীমান্ত, আর পালেতাওয়ার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে।

আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাইন নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

আরাকান আর্মি মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর