রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব, সম্পাদক আতাউল্লাহ
৯ ডিসেম্বর ২০২৪ ২৩:৩৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ০০:২১
ঢাকা: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের ৩২তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রাকিব হোসেনকে সভাপতি ও মো. আতাউল্লাহকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মাঈন আহম্মেদ।
সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার বলেন, ‘২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সংগঠিত গণহত্যার বিচার দ্রুত সময়ে মধ্যে করতে হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বহুত্ত্ববাদী রাষ্ট বিনির্মাণ করতে হলে অবশ্যই মাজার, মন্দির, মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে হামলা ভাঙচুরের বিচার করতে হবে। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ এবং কার্যকরী সংস্কার নিশ্চিত করে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।’
ক্যাম্পাসে যেন গণরুম, গেস্টরুম নির্যাতন আর ফিরে আসতে না পারে তার জন্য কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী আহ্বায়ক জান্নাতুল নাঈমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রাইহান এবং আল মামুন প্রমুখ। পরে কাউন্সিল অধিবেশনে রাকিব হোসেনকে সভাপতি ও মো. আতাউল্লাহকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি লিটন কুমার দাশ এবং শীত কুমার উড়াং, সহকারী সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক শেখ তাওহীদ নাঈম, কোষাধ্যক্ষ কায়সার আহম্মেদ, দফতর সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ সৈকত, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাব্বির খান জিয়াম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুমায়রা ইসলাম, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অর্তি রয়।
এছাড়াও কমিটিতে সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে রামিছা তাবাচ্ছুম এবং ক্রীড়া সম্পাদক হিসেবে জ্ঞান চাকমাকে মনোনীত করা হয়। আর কমিটির সদস্য হিসেবে আছেন নাঈম হোসেন ও মৃত্তিকা।
সারাবাংলা/পিটিএম