অন্তর্বর্তী সরকারের কাছে ৭ দফা দাবি অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের
১০ ডিসেম্বর ২০২৪ ০৯:২২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১০:২৭
ঢাকা: ইউরোপীয় ইউনিয়নভুক্ত সকল দেশের ভিসা ঢাকা থেকে প্রাপ্তি সহজিকরণ, বিদেশের বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেট দালাল মুক্ত করে সেবার সর্বোচ্চ মান নিশ্চিতকরণসহ সাত দফা দাবি জানিয়েছে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন – আয়েবা।
সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষ্যে শনিবার (৭ ডিসেম্বর) প্যারিসে আয়েবা সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য সুবিধা নিশ্চিতের আহবান জানানো হয় বাংলাদেশের অন্তবর্তী সরকারের কাছে।
আরও দাবি রয়েছে, জাতীয় পরিচয়পত্রসহ ভোটার আইডি কার্ড প্রদান, প্রবাসীদের যার যার দেশে অবস্থান করে অনলাইনে বাংলাদেশে ভোট দেয়ার ব্যবস্থা, জাতীয় সংসদে প্রবাসীদের আসন বরাদ্দ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব, দ্বৈত নাগরিকত্ব থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, বিদেশে অনিয়িমত বাংলাদেশিদের বৈধতার জন্য উদ্যোগ গ্রহন এবং অভিবাসন ব্যয় কমানোসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট মূল্য হ্রাসে বাংলাদেশ সরকারের জোরালো পদক্ষেপ আশা করছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)।
আয়েবা সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে সহ-সভাপতি ফকরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ, রানা তাসলিম উদ্দিন, সুলতান হোসেন, কার্যকরী পরিষদ সদস্য টি এম রেজা, সুব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন, কামাল মিয়া, তাপস বড়ুয়া রিপন,আজহার কবির বাবু, আজহারুল হক ফেরদৌস, নূরুল আমিন এবং বাংলাদেশ কোঅর্ডিনেটর তানবীর সিদ্দিকীসহ ইউরোপের বিভিন্ন দেশের আয়েবা নেতৃবৃন্দ যোগ দেন।
সারাবাংলা/ জেআর/এনজে