ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ০৯:৪২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:২৪
১০ ডিসেম্বর ২০২৪ ০৯:৪২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৭:২৪
ঢাকা: ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬টা ২০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন) কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল ৬টা ২০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। ফেরি বন্ধ থাকলেও দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই বলে জানান তারা।
উল্লেখ্য, এ রুটে ছোট-বড় মোট ১২টি ফেরি চলাচল করে।
সারাবাংলা/জেআর/এনজে