সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা আতাউর রহমান আঙ্গুর নামে এক আওয়ামী লীগ নেতার শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে কারাগার থেকে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৫টার দিকে সেখানে তার মৃত্যু হয়। এর আগে,গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়।
আতাউর রহমান আঙ্গুর সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দত্তবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন।
জেল সুপার এ.এস.এম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আতাউর রহমান আঙ্গুর সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার হয়ে আদালতের মাধ্যমে গত ১ নভেম্বর জেলা কারাগারে আসেন। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। সোমবার (৯ ডিসেম্বর) তার আদালতে মামলার হাজিরাও ছিল। হঠাৎ করেই আজ ভোরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।