Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবল দলের পেজ ফিরিয়ে দিতে ৬ লাখ টাকা দাবি!

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৮:২১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৮:২৩

দুদিনেও উদ্ধার হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে আজ দুদিন পেরিয়ে গেল। তবে এখনো সেটা পুনুরুদ্ধার করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও গত ০৮ ডিসেম্বর পেজটি হ্যাকারদের দখলে যাওয়ার পর বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, পেজটি ফিরে পেতে তারা তৎপরতা শুরু করেছেন। 

তবে গত রাতে হ্যাক হওয়া পেজ থেকে একটি স্ট্যাটাস দেয় দখলকারী হ্যাকার। পোস্টে জানায়, ৫ হাজার ডলারের বিনিময়ে পেজের এক্সেস বাফুফের হাতে ফিরিয়ে দিতে চায়। বাংলাদেশি মুদ্রায় সেটার পরিমাণ প্রায় ৬ লাখ টাকা। যদিও পরবর্তীতে সেই পোস্ট মুছে ফেলা হয় পেজ থেকে। অবশ্য এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বাফুফের মিডিয়া উইং। 

বিজ্ঞাপন

জাতীয় ফুটবল দলের সকল আপডেট, বিদেশ ভ্রমণ, ম্যাচের সূচিসহ যাবতীয় সকল কিছুই পাওয়া যায় অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। কিন্তু গত দুই দিনে পেজটি থেকে পোস্ট করা হচ্ছে বিভিন্ন বিদেশি সিনেমার ক্লিপ। সব মিলিয়ে এমন মোট আঠারটি পোস্ট হয়েছে পেজটি থেকে। 

এই পোস্টের মাধ্যমেই অর্থ দাবি করেছে হ্যাকার

হ্যাক হওয়ার পর মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন ‘বাংলাদেশ ফুটবল দলের অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেই পেজটি হ্যাক হয়েছে। গতকাল রাত থেকে আমরা দেখছি যে আমাদের পেজে অপ্রত্যাশিত কিছু ভিডিও আপলোড হচ্ছে। সেটা দেখার পর আমরা বুঝতে পারি পেজটি হ্যাক হয়েছে বা হ্যাকার দ্বারা শিকার হয়েছে।’

‘কাল রাত থেকেই আমরা ফেসবুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সপোর্টি টিমের সাথে কথা বলেছি। বেশ কিছু প্রক্রিয়া আছে, যেহেতু পেজটি ভেরিফাইড হয়নি, যে কারণে পেজটি ফিরিয়ে আনতে একটু সময় লাগছে। কিন্তু আমরা আশাবাদী যে, পেজটি রিকভার করতে পারব। এবং রিকভার করার জন্য ফুটবল ফেডারেশ সব কিছুই করছে, আরো বলেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বাফুফে দুঃখ প্রকাশ করে বলেছে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অফিসিয়াল পেজটি হ্যাক হয়েছে। পেজটি ফিরে পেতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’  

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর