Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে বিদেশি নাগরিকদের বৈধ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৯

বাংলাদেশে বিদেশি নাগরিকদের বৈধ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

ঢাকা: বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধ হতে আবারও নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনায়েল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা-বয়স চৌধুরীর সই করা নির্দেশনায় বলা হয়, ‘বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো।’

এতে আরও বলা হয়, ‘এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দফতর/প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্যও অনুরোধ করা হলো। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর