Tuesday 10 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমইএ নেতাদের সঙ্গে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৪ ২০:৪৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ২২:৫৩

বিজিএমইএ নেতাদের সঙ্গে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের বৈঠক

ঢাকা: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ এবং দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের ট্রেড পলিসি অ্যানালিস্ট এমিলি অ্যাশবি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়।

বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ফারুক হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব এবং বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য ইনামুল হক খান বাবলু, আসিফ আশরাফ ও আ ন ম সাইফুদ্দিন।

বৈঠকে বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক শিল্পে যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেন।

এ সময় বিজিএমইএ নেতারাও বাংলাদেশের পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, শ্রম আইন সংস্কার এবং পরিবেশগত টেকসই উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অর্জনগুলো তুলে ধরেন।

তারা পোশাক শিল্প আন্তর্জাতিক মান পূরণের সঙ্গে সঙ্গে যেন দায়িত্বশীলতার সঙ্গে বিকশিত হয়, তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে শিল্পের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সভায় উভয়পক্ষই তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই ও শ্রমবান্ধব করার জন্য অব্যাহত সহযোগিতা ও একসঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও বাড়াতে টিকফার মাধ্যমে ফলপ্রসূ সংলাপের ওপর জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ বৈঠক বিজিএমইএ

বিজ্ঞাপন

এনসিএল টি-টোয়েন্টিতে কে কোন দলে
১০ ডিসেম্বর ২০২৪ ২২:২১

আরো

সম্পর্কিত খবর