Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা চাই না সরকার ব্যর্থ হোক’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১০:২১

খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা সদর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলাকালে

খুলনা: বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, ‘এই সরকার দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হচ্ছে। বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আমরা চাই না সরকার ব্যর্থ হোক। এই সরকারের হাত ধরেই বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে খুলনা সদর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যৌক্তিক সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই অধিকার হলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ। মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সব দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয় সেই ব্যবস্থা করতে হবে। এটি এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।’

সম্মেলনে নেতারা আরও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ওই দেশের গোয়ন্দা ‘র’ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের উস্কানির বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। জুলাই-আগস্টে দেশে ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এমন নজিরবিহীন আন্দোলন গত দেড়শ বছরে পৃথিবীর মানুষ দেখেনি। এ আন্দালনে শহীদদের ঋণ শোধ করতে হবে। যদিও আন্দোলনে প্রাথমিক বিজয় হলেও চূড়ান্ত বিজয় হয়নি। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। বর্তমান অর্ন্তবর্তী সরকার দেশি-বিদেশি যড়যন্ত্রের শিকার হচ্ছে। আমরা চাই না এ সরকার ব্যর্থ হোক। বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা বসে আছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, খুলনা সদর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে কে এম হুমায়ুন কবীর সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন মোল্লা ফরিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক পদে মো. নাসির উদ্দিন নির্বাচিত হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

খুলনা বিএনপি সম্মেলন

বিজ্ঞাপন

‘আমরা চাই না সরকার ব্যর্থ হোক’
১১ ডিসেম্বর ২০২৪ ১০:২১

ঢাকা-আগরতলা লংমার্চ শুরু
১১ ডিসেম্বর ২০২৪ ০৯:৫১

আরো

সম্পর্কিত খবর