বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ‘বদলা’ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ
১১ ডিসেম্বর ২০২৪ ১২:৩৭
বাংলাদেশের বিপক্ষে সবশেষ ১১ ম্যাচে হার, এর মাঝে শেষ দুই সিরিজেই আবার হোয়াইটওয়াশ। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সময়টা একেবারেই ভালো কাটছিল না। তবে সেন্ট কিটসে এবার টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলছেন, শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে আগের দুই সিরিজ হারের ‘বদলা’ নিতে চান তারা।
১০ বছর আগে সবশেষ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর যেন বাংলাদেশের বিপক্ষে জিততেই ভুলে গিয়েছিলেন তারা। দীর্ঘ সময় পর দেশের মাটিতে আবার বাংলাদেশকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টানা দুই ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করেছেন তারা। গত রাতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের আনন্দে মাতেন হোপরা।
ম্যাচ শেষে হোপ বলছেন, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করাই তাদের লক্ষ্য, ‘সিরিজ জিতে খুবই ভালো লাগছে। আমরা যা করতে চেয়েছিলাম সেটাই হয়েছে। আমরা নিজেদের খেলাটা বিশ্লেষণ করি। বিশেষ করে জেডেনের পারফরম্যান্স দারুণ ছিল। তবে উন্নতির জায়গা তো আছেই। আমরা এর আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজই জিততে পারছিলাম না। এবার আমরা তাদের হোয়াইটওয়াশ করতে চাই।’
আগামী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে মূল পর্বে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ আছে র্যাংকিংয়ের ১০ম স্থানে, বাংলাদেশ আছে ৯ম স্থানে। হোপ চাইছেন, পরের ম্যাচগুলো জিতে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন উজ্জ্বল করা, ‘প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বেশি বেশি পয়েন্ট পেয়ে উপরের দিকে উঠতে চাই। আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলাই আমাদের বড় টার্গেট।’
সারাবাংলা/এফএম