Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ আবু সাঈদের বাবাকে ঢাকায় স্থানান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১১:২৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৩:০৮

আবু সাঈদের অসুস্থ বাবা মকবুল হোসেনকে ঢাকায় আনা হয়েছে।

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের অসুস্থ বাবা মকবুল হোসেনকে ঢাকায় আনা হয়েছে।

বুধবার দিবাগত রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সাঈদের বড় ভাই আবু হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, বাবা মকবুল হোসেন তিন দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রংপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে গত সোমবার রাতে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) রোগে আক্রান্ত হন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

বিজ্ঞাপন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, মকবুল হোসেনের হৃদ্‌যন্ত্র, কিডনিসহ নানা জটিলতা দেখা দিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন অনেক মানুষ, এতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন।

সারাবাংলা/ইআ