Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল টি-টোয়েন্টি
এক ওভারে ৫ ছক্কা, প্রথম সেঞ্চুরিতে জিশানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪ ১১:৪০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬

এনসিএলে জিশানের প্রথম সেঞ্চুরি

সিলেটে আজ শুরু হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) এর এবারের মৌসুম। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সিলেট ও ঢাকা বিভাগ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেঞ্চুরি দেখল এনসিএল। ৫৩ বলে দুর্দান্ত এক সেঞ্চুরিতে নতুন রেকর্ডও গড়েছেন সিলেটের ব্যাটার জিশান আলম।

২০১০ সালের পর এই প্রথমবার টি-২০ ফরম্যাটে হচ্ছে এনসিএল। সকালে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছিল সিলেট। সেখানে ব্যাটিংয়ে নেমে ঝড় তুলেছেন জিশান। ১০ ছক্কা ও ৪ চারে ৫০ বলে ১০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন জিশান। এটি টি-২০তে জিশানের প্রথম সেঞ্চুরি।

বিজ্ঞাপন

সেঞ্চুরি করার পথে আরাফাত সানির এক ওভারেই পাঁচ ছক্কা হাঁকিয়েছেন জিশান। সেই ওভারে মোট ৩২ রান নিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২০৫ রান তোলে সিলেট।

বাংলাদেশের ইতিহাসে টি-২০তে জিশানের এই সেঞ্চুরি চতুর্থ দ্রুততম। ৪২ বলে সেঞ্চুরি করা পারভেজ ইমনের ইনিংসটিই বাংলাদেশের হয়ে টি-২০তে দ্রুততম সেঞ্চুরি। তামিমেরও ৫০ বলে সেঞ্চুরি আছে। নাজমুল হোসেন শান্তর ৫১ ও ৫২ বলে দুটি সেঞ্চুরি আছে।

সারাবাংলা/এফএম

এনসিএল জিশান আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর