Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উলটে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১২:৫১

নওগাঁয় নিয়ন্ত্রণ হারানো বাস।

নওগাঁ: নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উলটে নূর বানু (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আরও তিন যাত্রী আহত হয়।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রীজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নূর বানু উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, সকাল ৭টায় যাত্রী নিয়ে পোরশা থেকে নওগাঁর উদ্দ্যেশ্যে যাত্রা করে বাসটি। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ও ঘটনাস্থলেই নূর বানু মারা যান। আহত হয় বাসে থাকা আরও ৩ যাত্রী। স্থানীয়রা তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

ওসি আরও বলেন, গত ৩ দিন যাবত এ অঞ্চলের সমস্ত এলাকা ও সড়ক ঘন কুয়াশায় ঢাকা। ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি

দুর্ঘটনা নিহত বাস দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর