Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা দলের র‍্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৯

টাঙ্গাইলে মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা দলের বিজয় র‍্যালি। ছবি: সারাবাংলা।

টাঙ্গাইল: টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিজয় র‍্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়।

জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি অ্যাডভোকেট খালেক মন্ডলের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জাতীয়তাবাদ মুক্তিযোদ্ধা দল জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানান।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদারমুক্ত হয়েছে।

সারাবাংলা/এসআর

টাঙ্গাইলে মুক্ত দিবস মুক্তিযোদ্ধা দলের র‍্যালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর