লিগের হতাশা চ্যাম্পিয়নস লিগে ভুলতে চায় বার্সা
১১ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৮
লা লিগায় এই মৌসুমে দুর্দান্ত সূচনা পেয়েছিলেন তারা। প্রথম ১২ ম্যাচে অপরাজিত থাকা বার্সেলোনা পরের কয়েক ম্যাচেই খেই হারিয়ে ফেলেছে। একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের কাছে শীর্ষস্থান হারানোর দ্বারপ্রান্তে কাতালান ক্লাবটি। আজ চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে বার্সা। ম্যাচের আগে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, লিগের হতাশা চ্যাম্পিয়নস লিগেই ঘোচাতে চায় কাতালানরা।
চ্যাম্পিয়নস লিগেও শুরুটা ভালো হয়নি বার্সার। প্রথম ম্যাচে মোনাকোর কাছে অপ্রত্যাশিত হারের পর অবশ্য দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে বার্সা। পরের ৪ ম্যাচের ৪টিতেই জিতে শেষ ৮ এ সরাসরি খেলার পথে অনেকটাই এগিয়ে আছেন তারা। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ষষ্ঠ স্থানে আছেন তারা। ডর্টমুন্ডের বিপক্ষে জিতলেই সরাসরি শেষ ১৬তে খেলা অনেকটাই নিশ্চিত হবে বার্সার।
লা লিগায় আগের ম্যাচেও শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারিয়ে বেশ হতাশার মাঝেই আছে বার্সা। তবে সেই হতাশা চ্যাম্পিয়নস লিগে জয় দিয়ে কাটিয়ে উঠতে চান ফ্লিক, ‘বেটিসের বিপক্ষে পয়েন্ট হারানো খুবই হতাশার। কিন্তু সেটাকে ধরে রাখলে চলবে না। ডর্টমুন্ডের বিপক্ষে জয় দিয়েই আমরা হতাশা কাটিয়ে উঠতে চাই।’
মৌসুমের মাঝপথে এসে কিছুটা ছন্দপতন হয়েছে বার্সার। ফ্লিক বলছেন, মৌসুম কীভাবে শেষ হয় সেটাই আসল কথা, ‘মৌসুমটা কীভাবে শেষ হয় সেটাই আসল। আমরা শুধু নিজেদের খেলাটা খেলে যাবো। উন্নতি করেই যেতে হবে। আমরা এই ব্যাপারে পরিষ্কার বার্তা দিয়েছিল দলের মাঝে। ভুল থেকে শিখতে হবে। এখনো মৌসুমের অনেক সময় বাকি। আমরা একতাবদ্ধ হয়ে খেললে অবশ্যই ভালো ফলাফল আসবে।’
সারাবাংলা/এফএম