টেস্ট র্যাংকিং
রুটকে টপকে শীর্ষে ব্রুক
১১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫০
ইংল্যান্ডের হয়ে এই বছরে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। সবশেষ ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে দলের বড় জয় নিশ্চিত করেছিলেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। এবার ভালো ফর্মে থাকার পুরস্কারটাও পেলেন তিনি। সতীর্থ জো রুটকে সরিয়ে প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন ব্রুক।
২০২৪ সালের শুরু থেকেই রানের মাঝে আছেন ব্রুক। এখন পর্যন্ত এই বছরে ৪টি সেঞ্চুরি করেছেন তিনি, যা এই বছরে তৃতীয় সর্বোচ্চ। বেশি রিজার্ভে কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই রান পেয়েছেন ব্রুক। ১২৩ ও ৫৫ রানের সুবাদে হয়েছেন ম্যাচসেরাও। প্রথম টেস্টেও ১৭১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনিই।
দারুণ এক সিরিজ কাটানোর পর র্যাংকিংয়েও সবার উপরে উঠে এলেন ব্রুক। রুটকে সরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি। ব্রুকের রেটিং পয়েন্ট ৮৯৮। রুটের রেটিং পয়েন্ট এখন ৮৯৭। ৮১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।
৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ তম স্থানে থাকা মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে সর্বোচ্চ র্যাংকিংয়ে আছেন।
বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। তার রেটিং পয়েন্ট ৮৯০। ৮৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ৮৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন অজি পেসার জস হ্যাজলউড।
অলরাউন্ডারদের তালিকায় ৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ২৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদি মিরাজ। ২৮৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন অশ্বিন।
সারাবাংলা/এফএম