সড়কের পাশ থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
১১ ডিসেম্বর ২০২৪ ১৫:৪১
যশোর: যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে জহিরুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় মরদেটি উদ্ধার করা হয়।
নিহত জহিরুল ইসলাম পার্শবর্তী গোবিন্দপুর গ্রামের খোরশেদ সানার ছেলে। কোনাকোলা বাজারে তার একটি স্যানাটারি পার্টসের দোকান রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে কোনাকোলা বাজারে নিজের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে কেউ কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে। নিহতে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘জহিরুল ইসলাম নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে একাধিক জখমের চিহ্ন ছিল এবং মরদেহটি রক্তাক্ত ছিল। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশি তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এমপি