Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাচ্ছেন প্রবাসীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৫ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৬:০৫

ড. আসিফ নজরুল, উপদেষ্টা। ফাইল ছবি

ঢাকা: প্রবাসীরা আগামী ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাচ্ছেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভিডিও বার্তায় এ তথ্য জানান।

উল্লেখ্য এমআরপি পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে সৌদি আরব, ইতালি, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ, দেশে জরুরি কাজে ভ্রমণে আসতে না পারাসহ নানা জটিলতায় পড়েছেন প্রবাসীরা। তবে এবার তাদের জন্য সুখবর দিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বিজ্ঞাপন

আসিফ নজরুল তার ভিডিও বার্তায় বলেন, ‘আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। এমআরপি পাসপোর্টে ১৫ ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।

তিনি আরও বলেন, ‘প্রথম প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের। এরপর ডিমান্ডের ভিত্তিতে বাকি দেশগুলোতে তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান করা হবে।

আইন উপদেষ্টা বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, ইনশাল্লাহ আগামী দুই-তিন বছরে এ সমস্যা আর হবে না।’

পাসপোর্ট সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন তিনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সে প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে গিয়ে টেন্ডারিং করতে দেড় বছর সময়ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়াটি বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমপি

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এমআরটি পাসপোর্ট

বিজ্ঞাপন

চট্টগ্রামে বিজয় মেলার উদ্বোধন
১১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫১

আরো

সম্পর্কিত খবর