Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি হানাদার মুক্ত দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৫

দিনাজপুর: আনন্দ র‌্যালি, শহিদদের শ্রদ্ধায় পুর্ষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে হিলি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পৌর সভার যৌথ উদ্যোগে জিরো পয়েন্ট থেকে আনন্দ র‌্যালি বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মুখ সমরে পুর্ষ্পমাল্য অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পরে সন্মুখ সমর চত্বরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে  সাংবাদিক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সামছুল আলম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জুয়েল হোসেন প্রমুখ।

সারাবাংলা/এসআর

দিনাজপুর হিলি হানাদার মুক্ত দিবস

বিজ্ঞাপন

হিলি হানাদার মুক্ত দিবস পালিত
১১ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর