বাজেট সহায়তা হিসেবে ৬৬০০ কোটি টাকা ঋণ দেবে এডিবি
১১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৮ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৮:৪৯
ঢাকা: বাজেট সহায়তার আওতায় বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৬০০ কোটি টাকা।
বুধবার (১১ ডিসেম্বর) সংস্থার বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয় বলে এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঋণ সহায়তার এ অর্থ বাংলাদেশের সরকার গার্হস্থ্য সম্পদের গতিশীলতা, সরকারি বিনিয়োগের দক্ষতা বাড়াতে কাঠামোগত সংস্কারের ভূমিকা রাখবে। প্রকল্প, বেসরকারি খাতের উন্নয়ন, রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগের সংস্কার এবং স্বচ্ছতা ও সুশাসন প্রচারে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে এডিবি।
বাজেট সহায়তার প্রস্তাব অনুমোদনের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির আঞ্চলিক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক উত্তরণের পর দেশটির তাৎক্ষণিক উন্নয়ন অর্থায়নের প্রয়োজনে সাড়া দিয়েছে এডিবি। সংস্কারের লক্ষ্য অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শাসনের উন্নতির পাশাপাশি অর্থনৈতিক বৈচিত্র্যায়ন এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে কাজ করছে এডিবি। এর অংশ হিসেবে বাজেট সহায়তার প্রোগ্রামটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় তৈরি করা হয়েছিল।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রাজস্ব সংগ্রহের সঙ্গে লড়াই করছে। কারণ, এটি বিশ্বের সর্বনিম্ন কর সংগ্রহকারী দেশের মধ্যে একটি। এই ঋণ বাংলাদেশকে স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নত করার পাশাপাশি দেশীয় সম্পদ সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে মূল নীতিগত পদক্ষেপ প্রবর্তন করতে সহায়তা করবে। কর্মসূচির মধ্যে রয়েছে ডিজিটালাইজেশন এবং সবুজ উদ্যোগ, কর প্রণোদনা ও ছাড় যৌক্তিককরণ এবং কর মনোবল বাড়াতে করদাতাদের সহায়তা করার ব্যবস্থা। বর্ধিত ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি বিনিয়োগ প্রকল্পগুলোর স্বচ্ছতা এবং দক্ষতা উন্নত করা আরেকটি মূল উদ্দেশ্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চরম দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টা অব্যাহত রেখে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক এবং টেকসই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ এডিবি।
সারাবাংলা/জেজে/আরএস