Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র ব্যবহার করতে পারবেন ডিএনসির ৫৭৯ জন কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২০:১০

ঢাকা: এখন থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) মাঠ পর্যায়ের উপ-পরিচালক থেকে উপ-পরিদর্শক পর্যায়ের ৫৭৯ কর্মকর্তা অস্ত্র ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে তাদের ৯ এমএম সিএম অটোমেটিক পিস্তল টি-৫৪ ব্যবহারের অনুমোদন দিয়ে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা ২০২৪’ জারি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ নীতিমালা জারি করা হয়।

বিজ্ঞাপন

নীতিমালায় বলা হয়েছে, বাংলাদেশে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নোডাল এজেন্সি হিসেবে কাজ করে। অধিদফতরের মাঠ পর্যায়ে কর্মরত জনবল নিয়মিত মাদক উদ্ধার অভিযান, মাদক চোরাকারবারিদের গ্রেফতার, মামলা তদন্ত ও পরিচালনার কাজে নিয়োজিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে শক্তিশালী করতে এবং অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, অধিদফতরে বর্তমানে মোট জনবল তিন হাজার ৫৯ জন। এরমধ্যে মহাপরিচালক একজন, পরিচালক চারজন, অতিরিক্ত পরিচালক ৯ জন, উপ-পরিচালক ৯০ জন, সহকারী পরিচালক ৯৩ জন, পরিদর্শক ১৮৬ জন, উপ-পরিদর্শক ২১০ জন, সহকারী উপ-পরিদর্শক ২৮৫ জন এবং ৯২৮ জন সিপাইসহ মোট এক হাজার ৮০৬ জন কর্মকর্তা/কর্মচারী মাদক অপরাধ দমন কাজে জড়িত।

এর মধ্যে, মাঠ পর্যায়ে উপ-পরিচালক ৯০ জন, সহকারী পরিচালক ৯৩ জন, পরিদর্শক ১৮৬ জন, উপ-পরিদর্শক ২১০ জনসহ মোট ৫৭৯ জন কর্মকর্তা/কর্মচারীদের জন্য (প্রাধিকার অনুযায়ী) অস্ত্র সংগ্রহ করা আবশ্যক।

বিজ্ঞাপন

এ ছাড়া, নীতিমালায় অস্ত্র চালানোর প্রশিক্ষণ কোথায় নেবেন, কোথা থেকে অস্ত্র সংগ্রহ করবেন, কোথায় জমা রাখবেন, কখন কার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে পারবেন তার সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/ইআ

অস্ত্র ব্যবহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

১২ জেলায় নতুন এসপি
১১ ডিসেম্বর ২০২৪ ১৯:৫১

আরো

সম্পর্কিত খবর