Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদ্যুৎ খাতে অস্বাভাবিক ঋণের বোঝা রেখে গেছে হাসিনা সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৯:২৪

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ খাতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার অস্বাভাবিক ঋণ রেখে গেছে। করে গেছে অসম চুক্তি। যার বোঝা অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর বিয়াম সেন্টারে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ এনার্জি প্রোসপারিটি ২০৫০ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

পরিবেশ উপদেষ্টা বলেন, জ্বালানি খাতকে সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়া হলেও স্বচ্ছতাসহ বিভিন্ন চ্যালেঞ্জের কারণে মুখ থুবড়ে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে।

তবে টেকসই নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

এত সমস্যার মধ্যে থেকে একটা খাতে সমৃদ্ধি অর্জন করা খুব বড় চ্যালেঞ্জের বিষয় উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, তবে অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জ নিয়েছে।

তিনি বলেন, শুধু একটা উদহারণ দিতে চাই, আমরা যদি নাইকো চুক্তির কথা বলি এই চুক্তি থেকে বের হয়ে আসতে বাংলাদেশকে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে হয়েছে। কোনো চুক্তি থেকে বের হয়ে আসার প্রক্রিয়াও অনেক বেশি ব্যয়বহুল। যেসব চুক্তি হয়েছে সেগুলো বেশ অসম। চুক্তিগুলো প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে। যে প্রকল্পগুলো বাস্তবায়ন হয়ে গেছে অনেকগুলো বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। তারপর আমাদের ওপর চাপ আছে ট্রানজিট দেওয়ার।

উপদেষ্টা আরও বলেন, আমরা এখন রাত ১২টার দিকে এত আলো জ্বালিয়ে, এসি চালু করে শীতকালে আমাদের বসে থাকতে হচ্ছে। রিনিউয়েবল এনার্জিতে যান, ফসিলে যেয়েন না এগুলোর কথা বলি, কিন্তু এনার্জি কনজামপশনেও আমাদের চেঞ্জ আনতে হবে।

বিজ্ঞাপন

নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, পরিবেশবাদী সংগঠন, জ্বালানি বিশেষজ্ঞ, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহনে এই সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত।

সারাবাংলা/জেআর/ইআ

বিদ্যুৎ খাত সৈয়দা রিজওয়ানা হাসান

বিজ্ঞাপন

বাক্কো’র এজিএম ও ইজিএম সম্পন্ন
১১ ডিসেম্বর ২০২৪ ১৯:২০

আরো

সম্পর্কিত খবর