‘কল্যাণরাষ্ট্র গঠনে আন্তরিকভাবে কাজ করতে হবে’
১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৯:২৪
ঢাকা: ইসলামের আলোকে কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর গুলিস্তানের হোটেল ইম্পেরিয়ালে কেন্দ্রীয় মজলিসে শূরার সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘ইসলামের আলোকে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের দাওয়াতের কাজ আরও গতিশীল করতে হবে। আমাদের সকল কাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে ইবাদাত।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘অতীতের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নীতি ও আদর্শের ওপর অবিচল থাকতে হবে। আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও প্রকৌশলী আশরাফুল আলমমের পরিচালনায় এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, আল্লামা আবদুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন ও উপদেষ্টা পরিষদ সদস্য ড. মাওলানা মোশতাক আহমাদ প্রমুখ।
সারাবাংলা/এজেড/এসআর
ইসলামী আন্দোলন বাংলাদেশ কল্যাণরাষ্ট্র গঠন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম