ঢাকা: বাংলাদেশে টয়োটা গাড়ির একমাত্র পরিবেশক নাভানা লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে ব্যাংক এশিয়া পিএলসি। সোমবার (ডিসেম্বর) রাজধানীর শুক্রাবাদে ব্যাংক এশিয়ার কার্ড ডিপার্টমেন্ট অফিসে চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ব্যাংক এশিয়ার কার্ড, এডিসি ও ইন্টারনেট ব্যাংকিং এর প্রধান জিশান আহাম্মদ এবং নাভানা লিমিটেডের হেড অব টয়োটা আফটার সেলস্ সার্ভিস আলী এহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ চুক্তির আওতায়, ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড হোল্ডারগণ (ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম, মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিট ও মাস্টারকার্ড টাইটেনিয়াম) নাভানা টয়োটা সার্ভিস সেন্টারে গাড়ি সার্ভিসিংয়ের ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করবেন। সংবাদ বিজ্ঞপ্তি।