বাক্কো’র এজিএম ও ইজিএম সম্পন্ন
১১ ডিসেম্বর ২০২৪ ১৯:২০
ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর পঞ্চম বিশেষ সাধারণ সভা, ত্রয়োদশতম বার্ষিক সাধারণ সভা ও মেম্বারস নাইট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর হোটেল শেরাটনে সংগঠনটির ওই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহিদ হওয়া সকল বীর মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্টে অভ্যুত্থানে আত্মত্যাগকারী সকলকে গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এতে শুভেচ্ছা বক্তব্যে বাক্কো কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম বিপিও শিল্পের অগ্রগতি, যুব সমাজের অবদান এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বক্তব্য দেন।
সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ৫ম বিশেষ সাধারণ সভার মাধ্যমে। প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নয়ন এবং উদ্ভাবন বিশ্বব্যাপী বিপিও শিল্পকে নানাভাবে প্রভাবিত করছে, এবং এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাক্কো তার প্রাতিষ্ঠানিক সংবিধানে গুরুত্বপূর্ণ কিছু সংশোধন প্রস্তাব করে। সভায় উপস্থিত সকল সদস্য এই সংশোধনসমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন, যা শিল্পের ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সংগঠনটির কার্যক্রমকে আরও সুসংহত করবে।
এরপর শুরু হয় বাক্কোর ১৩ তম বার্ষিক সাধারণ সভা। সভায় বাক্কোর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফয়সল আলিম বিগত ১২তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, চলতি বছরে বাক্কোর সকল কার্যক্রম, অগ্রগতির প্রতিবেদন, বিপিও শিল্পের উন্নয়নের নিমিত্ত ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত সম্ভাব্য কার্যক্রম সদস্যদের সম্মুখে উপস্থাপন করেন এবং অর্থ সম্পাদক মো. আমিনুল হক উপস্থাপন করেন ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। সকলের সম্মতিতে প্রতিবেদনগুলা অনুমোদন করা হয়।
সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, ‘আমরা সামনের বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চাই। এজন্য সদস্য প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মেলায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই, যেখানে বাক্কো সবসময় আপনাদের পাশে থাকবে। একইসঙ্গে বাক্কোর অভ্যন্তরীণ নয়টি সাবকমিটির কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অনুরোধ করছি, কারণ আপনাদের মতামত আমাদের বার্ষিক কর্মপরিকল্পনা তৈরির মূল ভিত্তি। আমরা বিশেষভাবে জুলাই-আগস্ট মাসের তরুণদের অভ্যুত্থান থেকে অনুপ্রেরণা পেয়েছি যাদের আত্মত্যাগ আমাদের জন্য শুধু অনুপ্রেরণাই নয়, বরং একটি দায়বদ্ধতা। সুতরাং একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের পথপ্রদর্শক।
সভায় সমাপনী বক্তব্য রাখেন বাক্কোর কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আবুল খায়ের। এছাড়াও ওই সভায় অংশ নেন বাক্কো সহ-সভাপতি মো. তানজিরুল বাসার, পরিচালক আবু দাউদ খান, আব্দুল কাদের, জায়েদ উদ্দীন আহমেদ, মেহেদী হাসান জুলফিকার ও সায়মা শওকত প্রমুখ।
সারাবাংলা/ইএইচটি/এসআর