Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি সেজে এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা বাবা-মেয়ে আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৯:৩০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২৩:০০

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আটক রোহিঙ্গা বাবা-মেয়ে

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বাংলাদেশি সেজে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য নির্বাচন কর্মকর্তার কাছে গিয়ে ধরা পড়েছেন রোহিঙ্গা বাবা-মেয়েসহ তিন জন। নির্বাচন কর্মকর্তা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তার এ ঘটনা ঘটেছে।

আটক তিন জন হলেন- সুমাইয়া আক্তার (১৯) ও তার বাবা মো. তৈয়ব (৪৫) এবং মো. ইসমাইল (৬৫)। এদের মধ্যে ইসমাইলের বাড়ি আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডি ইউনিয়নে।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ সারাবাংলাকে বলেন, ‘সুমাইয়া ও তার বাবা মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা। ইসমাইল বাংলাদেশি নাগরিক। সুমাইয়ার জন্য এনআইডি কার্ডের আবেদন করা হয়েছিল। আবেদনে ইসমাইলকে তার পিতা হিসেবে উল্লেখ করা হয়েছিল। তার চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি জন্ম নিবন্ধন সনদও আছে।’

‘সেটি জমা দিয়ে তথ্য গোপন করে কিছু প্রক্রিয়া এগিয়ে নিলেও আজ (বুধবার) দুপুরে ছবি তোলার সময় সন্দেহ হলে আমরা প্রথমে মেয়েটিকে আটক করি। এর পর জিজ্ঞাসাবাদে সে পুরো বিষয়টি স্বীকার করে। সুমাইয়ার প্রকৃত পিতা তৈয়ব জানিয়েছেন, তিনি প্রায় ২৫ বছর আগে মিয়ানমার থেকে কক্সবাজারে আসেন। ২০-২২ বছর ধরে তিনি আনোয়ারায় বসবাস করে আসছেন। ইসমাইল তাদের প্রতিবেশি। ইসমাইলকে ভুয়া পিতা সাজিয়ে মেয়ের জন্য এনআইডি কার্ড পাবার কৌশল করেছিলেন তারা।’

আটক তিন জনকে আনোয়ারা থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ।

সারাবাংলা/আরডি/পিটিএম

এনআইডি টপ নিউজ বাবা-মেয়ে রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর