Wednesday 11 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোগীর কল্যাণে লাগে এমন গবেষণা করার আহ্বান’

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৯

ঢাকা: দেশ, জনগণ ও রোগীর কল্যাণে কাজে লাগে চিকিৎসকদেরকে এমন গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বেসিক সাইন্স ও প্যরাক্লিনিক্যাল সাইন্স অনুষদ ভবনে পাবলিক হেলথ অ্যান্ড ইনফমেটিক্স বিভাগের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি।

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘গবেষণার ক্ষেত্রে ইথিক্যাল বিষয় মেনে চলুন। গবেষণা কার্যক্রম যাতে নতুন জ্ঞান সৃষ্টি ও বৃদ্ধিতে অবদান রাখতে পারে সেদিকে খেয়াল রাখুন।’

এসময় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক তুহিন, অধ্যাপক ডা. ফারিহা হাসিন, অধ্যাপক ডা. মো. জাফর খালেদ, অধ্যাপক ডা. মো. আবু তাহের ও ডা. বুশরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/এসআর

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বিএসএমএমইউ ভিসি

বিজ্ঞাপন

বাক্কো’র এজিএম ও ইজিএম সম্পন্ন
১১ ডিসেম্বর ২০২৪ ১৯:২০

আরো

সম্পর্কিত খবর